পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৬৪: আমার সখির মনে কে দিয়েছে ব্যথা

২৮ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

আমার সখির মনে কেদিয়েছে ব্যথা?
সে বলে না, বলে না, বলে না মনের কথা।২

ব্যথায় ব্যথায় অন্তর তার অঙ্গার হয়ে যায়;
বুকের ভিতরে এত যন্ত্রনা কিভাবে সে সয়।২
বক্ষে তাহার কষ্টের চিতা ধিকি ধিকি জ্বলে যায়;
দু চোখ বেয়ে তার কিছু নয়ন জলে বায়।ঐ

এত সোনা ভরা সোনালী ঊষা আমার সোনা মুখ;
তার মুখে তাকালে পরে পরাণে লাগে সুখ।২
তার মুখের সোনার হাসি কে নিল তা কারি?
তারে আমি কেমন করে ছাড়িয়া দিতে পারি?ঐ

আমার সখিরে সুখে-দুখে আমার কাছে রাখি; 
চরনে তার আলপনা আলতা দিয়ে আঁকি।২
বক্ষে তারে জড়িয়ে রাখিবো মুছে দিব ব্যথা; 
পরান খুলে বলবে সে তার আপন মনের কথা।ঐ