Posts

কবিতা

এই  তো জীবন

October 28, 2024

নাসির ফরহাদ

আমি যা লিখি, শুধু কাগজের অপচয়। 

তোমারটা কবিতা বা গান।

তোমাদের অবহেলায় 

আমি যা রোজ করি,

একদিন করে তুমি পাও

আকাশ ছোঁয়া সম্মান। 

জীবনের হের ফের, প্রতিদিন ই পাই টের,

তবু স্বপ্ন থাকে অধরা।

তোমাদের সাফলতা দেখে দেখে দিন কাটে

বেঁচে আছি হয়ে আজো আধমরা। 

সময় শুধু বয়ে যায়, যৌবন ক্ষয়ে যায়,

যুবকরা হয়ে যায় বৃদ্ধ। 

প্রচারের অভাবে গুনিরা গুমরে মরে

পোয়াবারো হলে পরে পরের টা চুরি করে,

নিমিষেই কেউ হয়ে যায় প্রসিদ্ধ।

আমাদের সংসারে সং সেজে আছি শুধু 

কারোর তো নেই কোন অভিমত।

ক্ষমতা যার হাতে, সবাই তো তার সাথে

একসাথে টানছে জয় রথ।

এই তো জীবন,  হা হা এই তো জীবন।

বয়ে চলা এই তো জীবন……….

হা হা ছুটে চলা এই তো জীবন……..

Comments

    Please login to post comment. Login