ভালো থাকতে হয়!
ভালো রাখতে হয় নিজেকে!
সময়ের সাথে মানিয়ে চলতে হয়,
নিতে হয় নিজের যত্ন নিজেকেই,
যদি তুমি তোমার ভালো রাখার আলমারি অন্যের হাতে তুলে দাও,
তুলে দাও তার চাবি,
তবে হারিয়ে ফেলবে তোমার স্বকীয়তা!
যদি ভাবো- কেউ তোমার যত্ন নিবে,
তোমায় বুকের সাথে বুক মিলিয়ে
পুরোটাই ভালোবাসবে,
কিংবা তার পুরোটা দিয়েই তোমায়
রাঙিয়ে তুলবে রঙের বৈচিত্র্য দিয়ে,
তবে ভুল করবে তুমি!
তোমার যেমন মন আছে,
আছে সেই মনে হাজার লক্ষ কামরা,
এক একটাতে এক এক স্বপ্ন বিরাজ করে!
করে এক এক কর্ম ধারণ,
তেমনি তারও করে।
ভালো রাখতে হয়,
ভালো থাকতে হয়,
তুমি শুধু তোমার নও,
নয় সে তার একার!
সবার সাথে অদৃশ্য এক বন্ধন,
যে বন্ধন ছেঁড়া যায় না,
ছোঁয়া যায় না,
যায় শুধু অনুভব করা।
তাইতো একসাথে বাঁচতে হলে
ভালো রাখতে হয়!
ভালো থাকতে হয়।