আমার নীল আকাশে!
লিংকন
২৯/১০/২২
প্রাণহীন মরুর বুকে যদি কখনও,
নিস্তেজ জীবন হও!
হও নেতিয়ে পড়া বৃক্ষলতার মতো!
তবে আমার সবটুকু প্রাণ দিয়ে,
বাঁচিয়ে তুলবো তোমায়!
আমার সবটুকু শ্বাস দিবো,
জেগে উঠবে তুমি,
আবার সতেজ হবে ,
নতুন গাছের মতো করে ,
সবুজ হয়ে!
শুষ্কমাটির মতো,
সব কষ্টগুলো শুষে নিবো তোমার!
স্বর্গ থেকে নিয়ে আসবো
সুখের পেয়ালা!
ভালোবাসার সুধাপানে
নতুন জীবন পাবে আবার!
তুমি সুখপরী হয়ে
ডানামেলে দিও,
আমার নীল আকাশে!
This is a premium post.