পশুর আবাস
"""""""""""""""""""""""""""
দিনে দিনে চারদিকে
হল কি যে আজ?
মানুষ কমেছে যেন,
বাড়ছে পশুদের বাস।
নীতি নাই চরিত্র নাই,
নাই ধর্ম তার,
দয়া নাই মায়া নাই,
নাই মনুষ্যত্বের ধার।
খুন গুম ধর্ষনে যেন,
সিদ্ধ হস্ত তারা।
রেহাই পায়না এখন
তাদের হাতে
কোলের শিশু থেকে
ষাটোর্ধ বৃদ্ধা।
ওরা তো মানুষ নয়,
নয়তো পশু ভাই,
জানোয়ার বললেও
কম হবে তাই।
মানুষ হত্যা যদি,
পাপের কাজ হয়।
অমানুষ হত্যা জানি,
পাপের কাজ নয়।
মানুষের মুখোশে ভাই,
যত অমানুষ আছে,
সমাজ থেকে তাদের আজ,
উপড়ে ফেলতে হবে।
এখনও সময় আছে,
জেগে উঠি ভাই,
নইলে ওদের হাতে
আমাদেরও নিস্তার নাই।।
"""""""""""""""""" লিংকন।
This is a premium post.