পোস্টস

কবিতা

স্বস্তির শ্বাস (প্রিমিয়াম)

২৯ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

স্বস্তির নিঃশ্বাস
""""""""""""""""""'''''''''
লিংকন

তোমার প্রতি আমার নেই
কোন চাওয়া পাওয়ার হিসেব,
নেই কোন দায়বদ্ধতা।
তোমায় ভাবনায়, ছোঁয়ায়,
নেই কোন কামুকতা।
তোমার স্পর্শ পাবো বলে
শিহরিত হয় না আমার দেহ।
তোমার রূপ লাবন্যতা,
চন্ডিদাসের রজকিনীর দেহসৌষ্ঠব,
আমার টেস্টোস্টেরনকে
চড়ুইপাখি কিংবা সাফানার
তেজ দীপ্ত সিংহের মতো
যৌনসুখের আবেদনে
নেশাচ্ছন্ন করে না।

তবে হ্যাঁ তোমার সেই মিষ্টি হাসি,
নীল চোখের চাহনি ভালোবাসার
তৃষ্ণা বাড়িয়ে দেয় হাজারগুন,
পিপাসিত চাতকপাখির মতো।
তোমায় দেখায় বেড়ে যায়
আমার প্রাণ স্পন্দন।
উজ্জ্বীবিত হয় আমার দেহ মন।
বেড়ে যায় আত্মবিশ্বাস।
স্বস্তির নিঃশ্বাস আসে ভালোবাসা
আর জীবনের গান হয়ে।
২৯/১০/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।