Posts

কবিতা

গীতি কবিতা ০০৬৫: পেয়েছি তোমারে অনেক সাধনা করে

October 29, 2024

তারিক হোসেন

তোমারে চেয়েছি, তোমারে পেয়েছি অনেক সাধনা করে;
হাজার বছর ধরে চলিব মোরা, হাতে হাত ধরে।

তোমারে আমি রাখিবো ধরে মনের গভীরে; 
পাবে না কেউ তোমায় খোঁজে মনের বাহিরে।
নয়ন তোমারে দেখিবে চাহিয়া নয়নের গভীরে; 
রাঙ্গাবে তোমায় আপন হাতে আবিরে আবিরে।

তোমারে আমি পেয়েছি অনেক যুগ পরে;
ধরিয়া রাখিও আপন হাতে জনম জনম ধরে।
কামনাতে রাখিও বাসনাতে রাখিও রাখিও প্রার্থনা ভরে;
জীবন আমার পূর্ণ করিও তোমার ভালোবাসা ভরে।

আমি হাজার জনম আসিব সখি তোমারে আপন করে;
তুমি বারে বারে থাকিও সখি আমার হাতটি ধরে।
তোমারে ছাড়া করিব না আপন অন্য কাহারে;
ভালোবাসিব আমি তোমারে জন্ম জন্মান্তরে।

Comments

    Please login to post comment. Login