Posts

কবিতা

কবিতা ০০০৪: অন্তরের স্বপ্ন

October 29, 2024

তারিক হোসেন

65
View

বিকালে এসে দাঁড়ালাম নদীর ধারে।
          রাশি রাশি কাশফুলে সাদা দুই পাড়ে।
বিকালের মিষ্টি রোদ্রূর তোমার গালে চিকচিক করছে।
          হাওয়ায় তোমার চুল উড়ছে।

সরু রেশমী চুল।
          তোমার গালে পড়েছে সুন্দর টোল। 
এক গোছা চুল আছড়ে পড়ে
          তোমার গোলাপি রং করা পাতলা ঠোঁটের উপরে।

চুলগুলি হাত দিয়ে সরিয়ে নিতে নিতে
          মুচকি হাসো তুমি।
সেই হাসিতে নেই কোন অভিমান;
          আছে অপার ভালবাসার আহ্বান।

       (((((আমি কি করে তোমাকে ঠেলে দিব দূরে; 
তুমি যে আহ্বান করো পাগলের মত করে। 
             পরজনমে আমি শুধু তোমাকেই চাই;
লক্ষ কোটি দোয়া করি, তোমাকেই যেন পাই।)))))

Comments

    Please login to post comment. Login