Posts

পোস্ট

ফেসবুক-ইনস্টাগ্রামে যুক্ত হলো মেটার নতুন AI চ্যাটবট: এখন রিয়েল-টাইমে জানুন বিশ্বসংবাদ!

October 29, 2024

Nurul Mostak

Original Author Top VIP Account

গত এপ্রিলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়। চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা না হলেও ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ জানাতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে মেটা। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে রয়টার্সের বিভিন্ন সংবাদ ও কনটেন্ট (আধেয়) প্রদর্শন করবে মেটার চ্যাটবট।

চিত্রঃ মেটা এআই (টপ ভিআইপি একাউন্ট)

চুক্তির বিষয়ে মেটা জানিয়েছে, ‘আমরা সব সময় আমাদের পণ্য ও সেবার মানোন্নয়নের জন্য চেষ্টা করি। এই চুক্তির ফলে মেটা এআই সংবাদসম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রয়টার্সের তথ্য ব্যবহার করবে। এমনকি সারাংশ লিখে দিতে রয়টার্সের আধেয় ব্যবহারের পাশাপাশি বিভিন্ন লিংকও দেখাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।’

মেটার মুখপাত্র জেমি র‍্যাডিস জানিয়েছেন, বেশির ভাগ মানুষ সৃজনশীল কাজ বা নতুন কোনো বিষয়ে অনুসন্ধানের জন্য মেটা এআই ব্যবহার করেন। তবে এই অংশীদারত্ব চলমান ঘটনাবলি–সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধানকারীদের জন্য নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করবে।

রয়টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের সংবাদ কনটেন্ট তাদের এআই প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছি। তবে এই চুক্তির আওতায় যেসব শর্ত রয়েছে, সেগুলো অপ্রকাশিত থাকবে।’

সুত্র


 

Comments

    Please login to post comment. Login