ভেবেছিলাম দুঃখ জমাব,
স্মৃতি হিসেবে দেখবো কখনো খুলে।
কিন্তু ডায়েরির পাতা শেষ হয়ে গেল,
দুঃখ শেষ হলো না।
ভেবেছিলাম বৃষ্টিতে মন জুড়াব,
বিষণ্ণতাকে বিদায় দেব বৃষ্টির জলে ধুয়ে।
হঠাৎ করে বৃষ্টি থেমে গেল,
আর ভেজা হলো না।
ভেবেছিলাম একটি কবিতা লিখব,
বিশেষ মুহূর্ত গুলো ফুটিয়ে তুলব ছন্দে ছন্দে।
কিন্তু বিশেষ মুহূর্ত গুলো বিষন্নতায় রূপ নিল,
কবিতা লিখা হলো না।
ভেবেছিলাম সন্ধ্যা হওয়া দেখব,
তৃপ্তি মেটাবো গরম গরম চায়ের ধোঁয়াতে।
কিন্তু রাত হয়ে এলো, চাও ঠান্ডা হয়ে গেলো,
সন্ধ্যা দেখা হলো না।
ভেবেছিলাম চাঁদের সাথে দুঃখ ভাগ করব,
জোছনায় গাঁ ভেজাব চাঁদনি রাতে।
কিন্তু পূর্ণিমা শেষ হয়ে অমাবস্যা এসে গেল,
দুঃখ ভাগাভাগি হলো না।
ভেবেছিলাম সমুদ্র ভ্রমণে যাবো,
নিজের বিষন্নতার গল্প শোনাব সমুদ্রকে।
কিন্তু বুঝতে পারলাম না কখন সময় চলে গেল,
সমুদ্র ভ্রমণ হলো না।