স্বপ্নের মতো সুন্দর এদেশ, ছবির মত আঁকা;
কত নদ নদী পাহাড় পর্বত, সাজিয়ে সাজিয়ে রাখা।
কত ফুল পাখি গাছপালা যেন সুন্দর ছবি;
এমন সুন্দর দেশ ছেড়ে কোথায় তোরা যাবি।
কত দেশ কত জাতি কত সম্প্রদায় আছে ভাই;
এমন মায়া মমতা সম্প্রীতির বন্ধন আর কোথায়ও নাই।
এদেশে আমরা সকল জাতি একই সুতোয় বাধি;
সকলে মিলেমিশে একই সাথে থাকি।
কত দেশে কত রূপে আছে জাতিতে জাতিতে দ্বন্দ্ব
স্বার্থপরতায় তারা হয়ে গেছে পুরোপুরি অন্ধ।
এদেশে আমরা সব জাতি একসাথে থাকি;
বিপদে-আপদে সকলকে বুকে আগলে রাখি।