পোস্টস

কবিতা

কবিতা ০০০৫: পরশ পাথর

৩১ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

কি গুন, কি মহত্ত্ব তার ষোল আনা,
          ছোঁয়াতেই সব হয়ে যায় সোনা;
যুগে যুগে খুঁজেছে কত গুণীজন,
          কভু ছিলোনা কারো জানা।

অনেকেই পেয়েছে তার দেখা,
          বুঝিতে পাড়েনি কি আছে লেখা।
বুঝিতে পাড়েনি কি মূল্য এ ধন,
          কি করে হবে তার কল্যাণ।

কে বলেছে পাওয়া যায় না, এ অমূল্য রতন।
          এ যে পরশ পাথর, এ যে অদৃশ্য ধন।
যদি কর তুমি পবিত্র সাধন;
          তবেই মিলিতে পারে এ মহামূল্য রতন।

আমিতো পেয়েছি দেখা,
          বুঝেছি তার সবি।
সব কথা আজ হয়ে যায় কবিতা,
          তাইতো আমি কবি।

কত কবি, কত জ্ঞানী গুণী;
          যাদের অবদান বই খাতায় শুনি।
হয়তো পেয়েছিল দেখা এ অমূল্য রতন;
          তাইতো তারা আজ গুণীজন।