Posts

গল্প

খুচুর খুচুর জ্বর

May 12, 2024

ম' সাহেব

Original Author ম' সাহেব

117
View
ম'সাহেবের মাথাটা কেমন যেন ভারভার লাগছে, নিঃশ্বাস নিতে কেমন যেন গরম গরম লাগছে। অবশ্য এমনিতেই মারাত্মক গরম। কিন্তু তার বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আরো কিছুক্ষণ পড়ে থাকলেন। ঘড়িতে দেখলেন ১০:১৫ মত বাজে৷ একটা স্বর্ণপাতা ধরিয়ে তার স্বাদ নিলেন, কিন্তু কেন যেন তৃপ্তি পাচ্ছেন না। নাস্তা শেষ করে প্রিয় মগে চা নিয়ে বসলেন। সেই মাথা ভার ভাবটা এখনো আছে। 

দুপুরে খেতে বসে তিনি ব্যাপারটা ধরতে পারলেন। কিছুক্ষণ মোবাইলে সিরিজ দেখে ভাবলেন একটু ঘুমানো যাক। পূর্ব নির্ধারিত স্বর্ণপাতা গ্রহণের সময়টা পেরিয়ে গেলেও তার উঠতে ইচ্ছা করছে না। তিনি ঘুমানোর চেষ্টা করলেন। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না। তবে এটুকু বুঝতে পারলেন তিনি স্বপ্ন দেখছিলেন। অনেকদিন পর তিনি স্বপ্নের কথাটা মনে রাখতে পেরেছেন৷ তবে আশ্চর্যজনক বিষয় হলো স্বপ্নের মধ্যে তিনি কোন লজিক খুঁজে পেলেন না। তিনি যে বাহন চালাচ্ছিলেন তা চালানোর প্রশ্নই আসে না, আবার এমন একজন তার সাথে কথা বললেন যে মনে হবে অনেক পরিচিত! কিন্তু ম'সাহেব কখনো তাকে দেখেছেন বলে মনে করতে পারলেন না। স্বপ্নের জগৎ সম্ভবত এরকমই লজিক ছাড়াই কাজ করে। লজিক দিয়ে কাজ করলে তা স্বপ্ন হতো না, হতো বাস্তব!

ম'সাহেব প্রচন্ড বিরক্ত। বিরক্তের কারণ জ্বরটা ভালোভাবে আসেনি, খুচুর খুচুর করে এসেছে। তার কথা আসলিই যখন ভালোভাবেই আয়...

Comments

    Please login to post comment. Login