পোস্টস

কবিতা

একই পথে (প্রিমিয়াম)

৩১ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

একই পথে

লিংকন

হয়তো দেখা হবে না কোনদিন,
আবার তা হতেও পারে,
একই রাস্তায়,একই গলিতে
তোমার আমার চলাচল,
সকাল বিকেল সন্ধ্যা।

যদি কখনও দেখা হয় মোদের,
তবে মুখ ফিরে নিও না তুমি।
কিংবা না দেখার অজুহাতে,
তাকিয়ে থেকো না অন্যপানে।
স্বাভাবিক থেকো,
আগের মতোই,
কথা দিলাম -
এতটুকু বিরক্ত হবে না তুমি,
হবে না সামান্যটুকু বিব্রত।

হয়তো দেখা হবে না কোনদিন,
হয়তো হতেও পারে
কোন এক ব্যস্ত সরকে,
তোমার আমার ফেরার পথে।

মুখ ফিরিয়ে নিও না !
কথা দিলাম,
যেমনটি চাও,
তেমনই থেকো তুমি!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।