হয়তো দেখা হবে না কোনদিন,
আবার তা হতেও পারে,
একই রাস্তায়,একই গলিতে
তোমার আমার চলাচল,
সকাল বিকেল সন্ধ্যা।
যদি কখনও দেখা হয় মোদের,
তবে মুখ ফিরে নিও না তুমি।
কিংবা না দেখার অজুহাতে,
তাকিয়ে থেকো না অন্যপানে।
স্বাভাবিক থেকো,
আগের মতোই,
কথা দিলাম -
এতটুকু বিরক্ত হবে না তুমি,
হবে না সামান্যটুকু বিব্রত।
হয়তো দেখা হবে না কোনদিন,
হয়তো হতেও পারে
কোন এক ব্যস্ত সরকে,
তোমার আমার ফেরার পথে।
মুখ ফিরিয়ে নিও না !
কথা দিলাম,
যেমনটি চাও,
তেমনই থেকো তুমি!