ভুলে যেতে চাও
লিংকন
৩১/১০/২০২০
ভুলে যেতে চাও?
যাও!
ভুলে যাও আমায় !
বাঁধা কিংবা এতটুকু
দোষ দিবো না তোমায় !
তবে যেটুকু স্মৃতি রেখে গেছো,
মুছে দিয়ে যেও!!
তোমার দেওয়া সুখগুলো,
স্বপ্নগুলো,
নিয়ে যেও তুমি!
তুমিহীনা
বড় অসহ্য যন্ত্রণাময় এসব!
চেঁপে থাকে হৃদয়ে,
মস্তিষ্কে!
দম বন্ধ হয়ে আসে
অপমানে অবহেলায়!
ভুলে যেতে চাও?
যাও,
ভুলে যাও আমায়!
তবে সুখটুুকু,
মুছে দিয়ে যেও!
This is a premium post.