Posts

কবিতা

গীতি কবিতা ০০৬৮: রূপকথা রূপকথা লাগে

October 31, 2024

তারিক হোসেন

49
View

সবকিছু রূপকথা রূপকথা লাগে;
একই প্রশ্ন বারবার মনে জাগে। 
তোমার সাথে দেখা হয়নি কেন আগে,
তোমার সাথে ভালোবাসা হয়নি কেন আগে।

আজ তুমি হাতে হাত, বলেছ মনের কথা;
খুলে দিয়েছ লিখতে, তোমার হৃদয়ের পাতা।
আমি হয়েছি তোমার মনের, আপন প্রিয় শ্রোতা;
তুমি বলে যাও তোমার মনের, না বলা সব কথা।

আজ এই শুভক্ষণ, মহা শুভ লগনে,
সব কিছু লেখা রবে তোমার স্মরনে।
হয়েছে সুন্দর, সুন্দরের সৃষ্টি তোমার কারণে;
ব্যক্ত হয়েছে অব্যক্ত প্রেম, তোমার স্মরণে।

আজ তুমি আপন হয়েছ, আপন করেছ আমায়;
ভালোবেসে তুলে দিয়েছ, নিজ হাতে তোমায়।
করেছ সৃষ্টি কি সুন্দর মুহূর্ত, কি মিষ্টি সময়;
দিয়েছো কি মহা মূল্যবান উপহার আমায়।

Comments

    Please login to post comment. Login