Posts

কবিতা

আমার বড় ভাই

October 31, 2024

MD Jurain Islam Jabed

100
View

আমার বড় ভাই

তুমি আমার জীবনের প্রথম বন্ধু,
আমার হাসি, কান্না আর ভরসার ধন,
তোমার কাঁধে ভর দিয়ে শিখেছি হাঁটা,
তুমি আছো বলে কাটে সব মনখারাপ।

তুমি সেরা শিক্ষক, সেরা সাথী,
তোমার শাসনে পাই পথের দিশা,
মায়ের মতো আদর, বাবার মতো সাহস,
তুমি বড় ভাই, আমার আশার ভাষা।

তোমার ছায়াতলে নির্ভীক হই আমি,
তুমি আছো বলে নেই কোনো ভয়,
প্রতিটি পদক্ষেপে সাহস দিয়ে যাও,
তোমার ভালোবাসায় পাই জীবনের জয়।

তুমি শুধুই ভাই নও, বন্ধু আর অভিভাবক,
আমার জন্য তুমিই সব চেয়ে আপন,
তোমার প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা,
তুমিই আমার জীবনের আলো, আমার প্রেরণা।

Comments

    Please login to post comment. Login