Posts

কবিতা

গীতি কবিতা ০০৬৯: যেও না সখি

November 1, 2024

তারিক হোসেন

যেও না সখি যেওনা তুমি আমারে ছেড়ে;
তোমারে ছাড়া রইবো আমি কেমন করে। 
আমি নিঃশ্বাসে ডাকি, বিশ্বাসে রাখি তোমার নাম;
তোমার সাথে মিশে আছে আমার প্রেম, আমার নাম।

যৌবনে তোমায় করেছি আপন, রেখেছি মালা করে; 
তোমারে আমি মনের মাঝে, রেখেছি যতন করে।
সন্ধ্যা মালতী ফুলের মত, সন্ধ্যা মালতি ফুলের মত;
ফুটিবে তুমি আমার আঙ্গিনায় শত শত।

তোমার মুখের হাসির জন্য, আমি কিনা পারি বল; 
তোমার ঘরে ঝরাবো আমি, চন্দ্র তারার আলো।
তোমার মনের খুশির জন্য, জীবন দিতে পারি; 
সারা জীবন কাছে থেকো, যেও না কভু ছাড়ি।

সবাই তোমায় বলে কথা, স্বার্থপরতার জন্য; 
আমি তোমায় আপন করেছি, ভালোবাসার জন্য। 
আমার মনে তোমার বাস, সকল কিছুর ঊর্ধ্বে; 
তোমায় আমি রাখবো বুকে, সবার চেয়ে শ্রদ্ধে।

Comments

    Please login to post comment. Login