জ্বালা দিও না
গীতিকার: তারিক হোসেন
সুরকার: প্রফেসর তোফায়েল হোসেন মজুমদার
মালা দিতে চেয়ে তুমি, মালা দিতে চেয়ে তুমি, জ্বালা দিও না।২
তোমায় ছাড়া আমার বন্ধু, জীবন চলে না।ঐ
তোমার সাথে না বললে কথা পরাণ যে মানে না;
তোমায় না দেখলে আমার ভালো লাগে না।২
আসতে চেয়ে এসো বন্ধু, আসতে চেয়ে এসো বন্ধু, চলে যেও না।ঐ
তোমার সাথে হইছে বন্ধু আমার মাখা মাখি;
তোমার চোখে রেখেছি আমি আমার দুটি আঁখি।২
ভালোবাসবে বলে বন্ধু, ভালোবাসবে বলে বন্ধু, কষ্ট দিও না।ঐ
ভালোবেসে ধরেছি বন্ধু তোমার দুটি হাত;
তোমার সাথে দেখবো আমি পূর্ণিমার চাঁদ।২
সেই স্বপ্ন ভেঙ্গে দিয়ে, সেই স্বপ্ন ভেঙ্গে দিয়ে, ছাড়িয়ে নিও না।ঐ
সুখের কথা ভেবে বন্ধু, বেধেছি তোমার মন;
ভালোবেসে আপন হব আমরা দুজন।২
আপন হবে বলে বন্ধু, আপন হবে বলে বন্ধু, পর হইও না।ঐ