Posts

কবিতা

গীতি কবিতা ০০৭২: তোমায় শুধু চাই

November 2, 2024

তারিক হোসেন

আজ নয় কাল নয় প্রতিদিন তোমায় শুধু চাই; 
তোমার ছাড়া অন্য কিছু চাওয়ার আমার নাই।

তুমি কখন আপন হলে আমি জানি না;
তোমায় ছাড়া অন্য কাউকে আপন মানি না।
তুমি এলে কাছে পেলে কষ্ট ভুলে যাই;
তোমার চেয়ে প্রিয় আমার অন্য কেউ নাই।

তুমি আমার মনের মানুষ, আমার স্বপ্ন ডানা; 
তোমায় নিয়ে গরব আমি, সুখের ঠিকানা।
সারাটা জীবন তোমায় আমি আপন করে চাই;
স্বপ্নে আমি তোমায় নিয়ে স্বপ্ন বুনে যাই।

তুমি কভু ভুল বুঝে ছেড়ে যেও না; 
আমায় ছেড়ে কভু তুমি দূরে থেকো না।
পৃথিবীর বুকে আমি যত কিছু পাই;
আমি শুধু তোমার পৃথিবী আমি হতে চাই।

Comments

    Please login to post comment. Login