মধ্যবিত্তের জীবন!
লিংকন
০২/১১/২০২৩
আলুর কেজি সত্তর টাকা,
পিঁয়াজ একশত ত্রিশ!
শাকের আঁটি চল্লিশ টাকা,
ফ্রী তাতে বিষ!
কাঁচকলাও চল্লিশ টাকা,
বেগুন হলো ষাট!
লাউও এখন যায় না কেনা
খাবো কিসের ঘ্যাট!
রসুন এখন আকাশ ছোঁয়া,
আদাও সমান তালে!
মরিচ এখন যাচ্ছে কেনা,
একশত ষাট দিলে।
দেশি মাছের দাম যে অনেক,
কিনবো কেমন করে!
পাখীমাছও উড়ছে দেখি,
এদের তালে তালে।
গরু ছাগলের মাংসের দিকে,
তাকাও যেনো পাপ!
ব্রয়লার লেয়ার খেতেও দেখি
বাড়ে গায়ের তাপ!
মধ্যবিত্তের জীবন যেনো,
আটকে গেছে বাঁকে!
বুকের মাঝে কষ্টের সাগর
মুখে হাসি ঝরে!
এটি একটি প্রিমিয়াম পোস্ট।