আমায় যদি দেখতে ইচ্ছে করে
লিংকন
০২/১১/২২
আমায় যদি খুব দেখতে ইচ্ছে করে তোমার,
অথচ আমি কাছে নেই!
আমায় যদি প্রচন্ড রকম
ছুঁতে ইচ্ছে করে তোমার,
অথচ আমি অনেক অনেক দূরে!
ঘুম ভেঙে যদি হাতড়ে দেখো
আমি পাশে নেই,
কিংবা শেষ বিকেলে যদি ইচ্ছে করে,
এক সাথে চা' পান করার,
অথচ আমি সাথে নেই!
যদি ইচ্ছে করে ভোরের মিষ্টি রোদে
আমায় নিয়ে রোদ পোহাতে,
অথচ আমি কাছে নেই!
যদি ইচ্ছে করে ঝলমল প্রভাতে
আমায় নিয়ে স্বর্ণালী পাহাড় দেখতে,
অথচ আমি অনেক অনেক দূরে।
তবে মনের দরজা খুলে দিও,
আমায় পাবে তুমি!
বাতাসে কান পেতে রেখো -
দরজার ওপাশে আমার
পদধ্বনি শুনবে তুমি!
চোখদুটো আলতো করে বন্ধ করে দেখো
আমার স্পর্শে অনুভূত হবে তুমি!
অবসর সময়ে আমায় ভেবো একান্ত নিরালয়ে,
স্মৃতিতে স্মৃতিতে হারিয়ে যাবে তুমি!
প্রিয়তমা আমি তোমার অভ্যেস হলে
আমার অস্তিত্ব যে তুমি !
This is a premium post.