চলো যাই
"""""""""""""""""""
লিংকন
যাবে তুমি আমার সাথে
তিস্তানদীর পাড়ে,
হিম শীতল বাতাস দেখো
কেমন করে খেলে।
উড়াবে তোমার রেশমি চুল
এদিক ওদিক করে,
হাত দিয়ে সরিয়ে দিও
আলতো আদর দিয়ে।
সেথায় আছে নৌকা বাঁধা,
উঠবো তোমায় নিয়ে,
জলের সাথেও মিতালী হলে
কেমন মজা হবে।
মাথার উপর দেখো তুমি,
কাক শালিকের মেলা,
এসেছো তুমি আমার সাথে,
তাইতো তাদের খেলা।
যাবে তুমি আমার সাথে,
আজ তিস্তানদীর পারে,
চার দেয়ালের মাঝে থেকে
আর কতো বোর হবে?
০২/১১/১৭
This is a premium post.