Posts

কবিতা

গীতি কবিতা ০০৭৩: কেন আমার বাড়ছে টান

November 2, 2024

তারিক হোসেন

55
View

বুকের মাঝে কেন আমার বাড়ছে টান; 
তুমি আমার হয়েছ প্রিয় হয়েছ কত আপন।
তোমায় আমি দূরে যেতে দিতে পারি না; 
না না না তুমি দূরে যেতে পার না।

আমি কেন আজ সব রঙ্গিন দেখি; 
সবকিছুর মাঝে কেন আমি তোমায় রাখি। 
তুমি কভু আমার কাছে বাসি ফুল হতে পারো না;
তুমি কভু আমায় পর হতে পারো না।

স্বপ্নে কেন আজ আমি তোমার দেখা পাই;
আমার সকল মর্মে আমি তোমার ছোঁয়া পাই।
তুমি এখন আমার কাছে আমার সাধনা; 
তুমি যে হয়েছ কত প্রিয় তুমি জানো না।

তোমায় নিয়ে লিখছি আমি আমার সকল গান;
তোমার ছোয়ায় জাগিয়ে দিয়েছো আমার সুপ্ত প্রাণ।
তুমি এখন আমার কাছে সবার মত না; 
তোমায় আমি এ জীবনে ভুলতে পারবো না।

Comments

    Please login to post comment. Login