Posts

কবিতা

কবিতা ০০০৮: হস্ত বিলাস

November 2, 2024

তারিক হোসেন

                  হস্ত বিলাস

এত সুন্দর্য, এত মাধুর্য তোমার হাতের আঙ্গুলে মিশে আছে;
আমি খুঁজেছি ফুল, পাখি, পাহাড়, নদী, সাগরে মিছে মিছে।
আমি দেখেছি আজ তোমার হাতের আঙ্গুলে, আঙ্গুলের মাঝে;
শত কোটি কবিতার অধিক মাধুর্য, পরতে পরতে মিশে আছে।

এত রূপসী এত মায়বী তোমার হাত দুখানা;
দেখিনি কভু আগে, ছিল না কভু জানা।
এত কাম এত প্রেম তোমার হাতে মিশে আছে সোনা;
আমি বুঝেছি, যখন দেখেছি মনের চক্ষে হাত দুখানা।

আবেগপূর্ণ মনে যখনি বসিবে, তুমি আমার মুখোমুখি;
হাত দুটি তোমার সামনে রাখিও, রাখিও প্রিয় সখি।
যদি কাছে পাই ছুয়ে দেখিতে চাই, মনে মনে ভাবি;
তোমার হাতের পরশে আমি, বুকেতে আঁকিব ছবি।

ওই হাত তুমি রাখিও না সখি, তোমার কাছে তাই; 
দিয়ে দাও মোরে, হাতের সাথে তোমাকে ও যে চাই।
সারাটা দিন বসে থাকিব হাতে রেখে হাত;
এমন করিয়া কাটিবে আমাদের সকল দিন রাত।

Comments

    Please login to post comment. Login