পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৭৪: তুমি আমার এমন পাখি

৩ নভেম্বর ২০২৪

তারিক হোসেন

তুমি আমার এমন পাখি, করছো তুমি ডাকাডাকি; 
আমি কানে কানে সবই শুনি, কানে কানে সবই শুনি, 
আসতে পারি না।

আমার আঙ্গিনার দক্ষিণ দ্বারে, ফুল বাগানের কাছে; 
তুমি সেথা বাজাও বাঁশি, গাছের নিচে বসে।
আমি নয়ন খুলে সবই দেখি, নয়ন খুলে সবই দেখি,
আসতে পারি না।

ইশারাতে কাছে ডাকো, পাশাপাশি চাও;
আপন করে যত্নে তুমি, আমায় রাখতে চাও।
আমি আড়চোখে সবই দেখি, আড়চোখে সবই দেখি, 
বসতে পারি না।

ভাবনায় তুমি আমায় রাখো, আমার কথা ভাবো; 
আমার ছবি তোমার মনে, নানা রঙ্গে আঁকো।
আমি মনে মনে সবই বুঝি, মনে মনে সবই বুঝি, 
বলতে পারি না।

তোমার কবিতার খাতা আমার নামে ভরা; 
অন্য কিছু নাই তো সেথায়, আমার নাম ছাড়া।
আমি মনে মনে সবই জানি, মনে মনে সবই জানি, 
বলতে পারি না।