পোস্টস

কবিতা

পতিতা (প্রিমিয়াম)

৩ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

পতিতা বলবো কারে?

লিংকন
০৩/১১/২০১৮

আমি ওদের পতিতা বলি কেমন করে!
যারা পেটের জ্বালায় এসেছে এ পথে,
কিংবা এসেছে প্রতারক প্রেমিকের,
লালসা মিটিয়ে যৌনপল্লীতে বিক্রি হয়ে,
কিংবা এসেছে দারিদ্রগ্রস্থ সংসারে,
অসুস্থ পিতার চিকিৎসার ব্যয় মেটাতে,
মায়ের মুখে এক টুকরো হাসি ফোটাতে।
যে এসেছে মানুষ্যরূপী জানোয়ার দ্বারা
শহর গ্রাম পল্লী হতে অপহরিত হয়ে,
তাকে কেমন করে বলি! তুমিতো পতিতা!
সে তো ছলনা করে না খদ্দেরের সাথে,
তার অভিনয় শুধু নিজের সাথে।

শুনেছি পতিত মন যার,
তাকেই নাকি বলে পতিতা!

তবে কি আমি, এদের বলবো পতিতা!
যারা রোজ রাতে বেশ্যালয়ে গমন করে,
সকাল হলেই ভদ্রতার বেশ ধরে,
নাকি আমি এদের বলবো পতিতা!
যারা ভালো মানুষের মুখোশ পড়ে,
সকাল বিকেল মিথ্যে বলে,
রাষ্ট্রীয় সম্পদ ভক্ষন করে,
ঘুষের জন্য হাত পাতে।
সুদের চক্রবৃদ্ধিহার বাড়িয়ে যারা,
লোনা

এটি একটি প্রিমিয়াম পোস্ট।