Posts

কবিতা

গীতি কবিতা ০০৭৫: দিয়েছি আমার অধিকার

November 3, 2024

তারিক হোসেন

       দিয়েছি আমার অধিকার

তোমায় আকাশ ভেবে, দিয়েছি আমার অধিকার; 
তোমার বিশালতায় মিলেমিশে হয়ে যাব একাকার।২
তোমার আকাশে উড়ে উড়ে যাব দূর বহুদূর; 
তোমার নীল দিগন্ত করে নেব শুধুই আমার।ঐ

তুমি আকাশের মতো আগলে রেখো বারে বার; 
আমি পাখিদের মত উড়ে যাব এপার ওপার।২
তুমি তোমার রঙ্গে রাঙ্গাও আমার নীল সরবর;
আমি তোমার আকাশে খুঁজে নেব অধিকার।ঐ

তুমি মেঘেদের মতো বৃষ্টি ঝরাও আমার মনের উপর; 
তুমি দূর দিগন্তে তারার মিতালী দূর বহুদূর।২
তুমি তিমির শেষে দূর দিগন্তে আমায় দেখাও ভোর।
আমি উড়ে উড়ে বহু দূরে যাব তোমার উপর।ঐ

Comments

    Please login to post comment. Login