Posts

কবিতা

গীতি কবিতা ০০৭৭: শুধু দুজনায়

November 3, 2024

তারিক হোসেন

    শুধু দুজনায়

যদি পরে মনে একটু সময় করে
চোখ বুজে ভাবো তুমি, হাতটি ধরে
চলেছি কোন এক অজানায়।
তুমি আমি দুজনায়;
দুজনায় শুধু দুজনায়।

দিন যায় রাত যায় ভাবনায় ভাবনায়; 
দুজনার স্বপ্ন এক হয়ে মিশে যায়; 
কেটেছে জীবন কোন এক অজানায়।
তুমি আমি দুজনায়; 
দুজনায় শুধু দুজনায়।ঐ

যদি কোন কঠিন কথা, বুকে জমে রয়; 
পাহাড়ের মত বুকে চাপা দিয়ে যায়; 
বিশ্বাসে বলো এক অজানায়।
তুমি আমি দুজনায়; 
দুজনায় শুধু দুজনায়।ঐ

যদি দিনের ক্লান্তি শেষে, মন শান্তি চায়; 
সবকিছু ছেড়ে দিয়ে, কোন এক নিরতায়; 
বিশ্বাসে হাতটি ধরো অজানায়।
তুমি আমি দুজনায়; 
দুজনায় শুধু দুজনায়।ঐ

Comments

    Please login to post comment. Login