Posts

কবিতা

মধ্যবিত্ত (Premium)

November 4, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
মধ্যবিত্ত
"""""""""""""""""
লিংকন

জন্মই যেনো আজন্মের পাপ,
মধ্যবিত্ত পরিবারে বাঁধভাঙ্গা
চাঁদের হাসি নিয়ে জন্মগ্রহণের
পর থেকেই দেখি নাই আর নাই,
যেনো কৃষ্ণগহ্বরে অতল অন্ধকারে
হারিয়ে গেছে সব সুখ সচ্ছলতা।
সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণও যেনো,
হার মানে না পাওয়ার বেদনাগুলোতে।
সাগর মহাসাগর আমাজান গঙ্গা
ব্রহ্মপুত্রের উম্মত্ত স্রোত এসে
থেমে যায় দারিদ্র্যতার কষাঘাতে।
অসুস্থ বাবার নিষ্পলক চাহনিযুক্ত
বেঁচে থাকার অসীম আবেদন,
মৃত্যপ্রায় মায়ের আজীবন অভাবে
না পাওয়ার বেদনায় জলহীন শুন্যচোখ,
ছোট ভাইবোনের অসহায় আর্তনাদ।
উফ্ অসহ্য যন্ত্রণা যেনো দারিদ্র্যতার
হাতুরি দুমড়েমুসড়ে দেয়,
অর্থহীন ভবিষ্যতহীন অভিশপ্ত
অনুর্বর অসার জীবনটাকে।
শুধু আজ বেঁচে থাকা আগত সুখের
না পাওয়া সেই সোনালি সূর্যের
হাতছানি দেখার আশায়।
আসে না হাতছানি সচ্ছলতার
কিংবা অভাবমুক্তির।
তেলচিঁটা কাঁথায় আটকে থাকে
সীমাহীন কষ্ট।
তবুও জীবন চলে স্বপ্নহীনভাবে,
মধ্যবিত্তের অভিশপ্ত জীবন নিয়ে।
০৩/১১/২০১৭

This is a premium post.

Comments

    Please login to post comment. Login