Posts

কবিতা

গীতি কবিতা ০০৭৮: বাংলাদেশের হাল

November 4, 2024

তারিক হোসেন

         বাংলাদেশের হাল

আমারা সবাই ধরবো এবার বাংলাদেশের হাল;
লাল সবুজের পতাকা তোমার উড়বে চিরকাল।২
আমারা সবাই রাঙাব এবার বাংলা মায়ের সকাল;
সবাই মিলে দেখার এবার স্বাধীনতার ফল।২ঐ

মাঠের পানে ছুটবে রাখাল, ছুটবে গরুর পাল;
মুক্ত মনে খেলবে দোয়েল, খেলবে ছেলের দল।২
রক্ত রাঙা ভোরে এলো রক্ত পলাশ ফুল;
তোমায় এবার সাজাবো মাগো রক্তের মত লাল।২ঐ

আমরা আর দেখতে চাই না তোমায় চোখের জল;
কষ্ট তোমায় দিব না মাগো সবাই মিলে বল।২
এবার মাগো উড়বে দেশে উন্নয়নের পাল;
সবাই মিলে আঁকড়ে ধরবো বাংলা মায়ের আঁচল।২ঐ

Comments

    Please login to post comment. Login