পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৭৯: কত কিছু বলতে চাই

৪ নভেম্বর ২০২৪

তারিক হোসেন

   কত কিছু বলতে চাই

কত কথা মনে পড়ে, কত কিছু বলতে চাই;
মনের কথা বলার জন্য কখন তোমায় পাই।
কল্পনাতে তোমায় শুধু আমার পাশে পাই;
একা একা বসে আমি কথার মালা সাজাই।

ইচ্ছা করে মনের কথা তোমায় বলি সখি;
তোমার মুখের হাসি টুকু কথার মাঝে দেখি।
মনের কথা বলার জন্য যখন তোমায় পাই;
কথারা সব ঘুমিয়ে থাকে, কথা কোথায় পাই।

কথা দিয়ে আমি সখি ছোব তোমার মন;
কথায় কথায় হব আমরা অনেক আপন।
তোমার মনের কথা সখি আমিও শুনতে চাই;
সুখ দুঃখের ভাগী সখি আমিও হতে চাই।