Posts

কবিতা

গীতি কবিতা ০০৮০: তোমায় আমি ভালোবাসি

November 4, 2024

তারিক হোসেন

45
View

তোমায় আমি ভালোবাসি

যদি থাকো কাছাকাছি, 
পাবো তোমায় পাশাপাশি।২
দুজন মিলে বলবো শুধু ভালবাসি,
ভালবাসি, ভালবাসি, তোমায় আমি ভালোবাসি।ঐ

যদি থাকো দূরে, তবুও আমি আছি;
অনুভবে তোমার পাশাপাশি।২
তুমি কান পেতে শোনো বলছি ভালোবাসি; 
ভালবাসি ভালবাসি তোমায় আমি ভালোবাসি।ঐ

যদি ভুলে যাও তবুও আমি আছি 
তোমার কোন অতীতে পাশাপাশি। ২
শত চেষ্টা করেও দিতে পারবে না মুছি, ভালোবাসি;
ভালবাসি ভালবাসি তোমায় আমি ভালোবাসি।ঐ

যদি তুমি হয়ে যাও অন্য কারো তবু আমি আছি;
তোমার কোন কষ্টের দিন পাশাপাশি।২
অনুভবে বুঝতে তুমি আমি আছি,  ভালোবাসি;
ভালবাসি ভালবাসি তোমায় আমি ভালোবাসি।ঐ

Comments

    Please login to post comment. Login