Posts

কবিতা

গীতি কবিতা ০০৮১: কি ছিল আমার ভুল

November 5, 2024

তারিক হোসেন

   কি ছিল আমার ভুল

কি ছিল আমার ভুল, বলে দিয়ে যাও;
তুমি বলে দিয়ে যাও।২
কথা ফিরিয়ে নিয়েছো, দূরে চলে গিয়েছো।২
যাও তুমি যাও, শুধু বলে দিয়ে যাও।

কি সুখে তুমি হয়ে গেছো পর; 
কি ছিল তোমার মনের ভিতর?২
যারে কাছে নিয়েছো, যারে আপন ভেবেছো।২
তারে তুমি নাও, শুধু বলে দিয়ে যাও।ঐ

আমার মন তো ছিল সাদা;
কার মায়ায় আজ পড়েছ বাধা?২
যার প্রেমেতে পড়েছ, যার হাত ধরেছ। ২
তার কাছেতে যাও, শুধু বলে দিয়ে যাও। ঐ

আমি তো বুঝেছি সবি; 
ছেড়ে দিয়েছি সকল দাবি।২
সুখের তরে যাও, তুমি নিজের যত্ন নাও।২
তুমি সুখি হও, শুধু বলে দিয়ে যাও।ঐ

Comments

    Please login to post comment. Login