Posts

কবিতা

গীতি কবিতা ০০৮৩: বিশ্বাসে তোমার হাত ধরেছি

November 5, 2024

তারিক হোসেন

55
View

বিশ্বাসে তোমার হাত ধরেছি

আমি বড় বিশ্বাসে তোমার হাত ধরেছি;
বড় ভালবেসে তোমায় আপন করেছি।২
তুমি পাশে থাকো; দূরে যেও না;
আমার এ বিশ্বাস ভেঙ্গে দিও না।ঐ

আমার তো সবি ছিল, সবি আছে এখনো;
ছিলনা মনের মানুষ কখনো।২
কাছে এলাম, তোমায় পেলাম;
কভু ভুল বুঝে চলে যেও না।ঐ

স্বপ্ন আমার স্বপ্নই রইলো,
পূরণ হলো না, কভু পূরণ হলো না।২
তোমার স্বপ্নে বিভোর হলাম;
ভেঙ্গে দিও না, স্বপ্ন ভেঙ্গে দিও না।ঐ

সুখের আশায় বিভোর ছিলাম;
সুখ পেলাম না, কভু সুখ পেলাম না।২
সুখের নেশায় তোমায় পেলাম;
কষ্ট দিও না, কভু কষ্ট দিও না।ঐ

হাসি কান্না সবই ছিল;
শান্তি ছিল না, কভু শান্তি ছিল না।২
তোমার কাছে এলাম শান্তি পেলাম;
কান্না দিও না, তুমি কান্না দিও না।ঐ

Comments

    Please login to post comment. Login