Posts

কবিতা

গীতি কবিতা ০০৮৪: পুরোটা হৃদয় জুড়ে তুমি

November 5, 2024

তারিক হোসেন

পুরোটা হৃদয় জুড়ে তুমি

কি মায়ায় বেধেছো তুমি, 
তোমার হয়েছি আমি।
ডাইনে ও তুমি বামে ও তুমি, 
সামনে ও তুমি পিছনে ও তুমি।
আমার পুরোটা হৃদয় জুড়ে তুমি।

কি প্রেম দিয়েছ তুমি;
তোমার হয়েছি আমি।
স্বপ্নে ও তুমি জাগরনে ও তুমি, 
কল্পনায় ও তুমি বাস্তবতায় ও তুমি।
আমার পুরোটা হৃদয় জুড়ে তুমি।

কি বিশ্বাসে বেঁধেছ তুমি;
তোমার হয়েছি আমি।
নিঃশ্বাসে ও তুমি বিশ্বাসে ও তুমি;
জীবনে ও তুমি মরণেও তুমি ।
আমার পুরোটা হৃদয় জুড়ে তুমি।

কি আবেগে বেঁধেছ তুমি;
তোমার হয়েছি আমি।
সুখে ও তুমি দুঃখে ও তুমি;
হাসিতে ও তুমি কান্নায় ও তুমি ।
আমার পুরোটা হৃদয় জুড়ে তুমি।

Comments

    Please login to post comment. Login