Posts

কবিতা

গীতি কবিতা ০০৮৫: স্বপ্ন আজ পূর্ণ হল

November 5, 2024

তারিক হোসেন

  স্বপ্ন আজ পূর্ণ হল

শত সাধনায় আজ তোমারে পেলাম: 
দুজন দুজনার আপন হয়ে গেলাম।২
জনম জনমের স্বপ্ন আজ পূর্ণ হল;
আমার এ জীবন আজ ধন্য হলো।২ঐ

জনম ভরে তোমায় ধরে রাখব বুকের মাঝে:
জীবন গেলেও তোমায় আমি ছাড়বো নাকো দূরে।২
বড় সুখের আশায় তোমার হাত ধরিলাম; 
তোমার স্বপ্নে আমি সুখের স্বপ্ন বাধিলাম।২ঐ

যতদিন ভোর হবে আমি মালা দেবো শুধু তোমারে;
যতদিন চোখে আলো রবে আমি দেখবো শুধু তোমারে ।২
সুখের দিনেও আমি তোমার পাশে ছিলাম; 
দুঃখের দিনেও পাশে রবো কথা দিলাম।২ঐ

তুমি সুখ তুমি জীবনে জীবন; 
হয়েছো আমার কত যে আপন।২
সবকিছু ছেড়ে আজ তোমার হয়ে গেলাম;
তোমারে পেলাম সুখের ঠিকানা পেলাম।২ঐ

Comments

    Please login to post comment. Login