ভালোবাসি আমি!
লিংকন
০৫/১১/২০২২
আচ্ছা!
যদি বলি তোমায়-
হাতদুটো দাও দেখি,
একটু ছুঁয়ে দেখি।
যদি বলি - আলতো করে
কপালে চুমু এঁকে দেই,
রাগ করবে কি তুমি!
আচ্ছা বাদ দাও -
যদি বলি তোমার নরম চুলে
হাত বুলিয়ে দেই,
নিজের মতো করে!
কিংবা আমার খোলা বুকে
যদি ডাক দেই তোমায়,
কি করবে তখন তুমি!
ঝাঁপিয়ে পরবে আমার বুকে!
নাকি রাগ করে চলে যাবে!
আচ্ছা যদি বলি -
চলো কোন কফিশপে,
চোখে চোখ মিলিয়ে প্রেমের গল্প করি!
যাবে আমার সাথে!
হয়তো বলবে,
আমার বয়েই গেছে,
তোমার সাথে প্রেম করতে!
জানি, আমি জানি,
ইচ্ছে হয় তোমারও!
তবুও হয়তো
কপট রাগ দেখিয়ে বলবে,
বুদ্ধু আমিও যে ভালোবাসি!
This is a premium post.