শিক্ষালয়?
"""""""""""""""""""""""
লিংকন
শঙ্কিত আমি, চিন্তিত আমি,
আমি ভীতু আশাহীন,
নব প্রজন্মকে করেছি মোরা,
করছি আবর্জনার ডাস্টবিন।
কে.জি নামক খামারগুলোতে
শিশুদের দিয়ে,
হরেক রকম বই পড়াচ্ছি,
জেনে না বুঝে।
অপ্রয়োজনীয় বইয়ের ভারে,
কোমর তাদের বাঁকা,
তোতার মতো মুখস্ত করে,
মাথা তাদের ফাঁকা।
আসল জ্ঞান বাদ দিয়ে ভাই,
শেখাই ছড়া Rhyme,
কোন দেশের মুদ্রার কি নাম
বলো শিখে কি,
আছে কোন কাম?
সারাদিনে হোমওয়ার্ক দিয়ে
ব্যস্ত তাদের রাখি,
বাবা-মা মোরাও যেনো
ইঁদুর দৌড়ে মাতি।
ধর্মহীন নৈতিক শিক্ষা
গড়বে কেমন করে,
চরিত্র আর মানবতা,
মানুষ তৈরী করে।
এসবেরও বালাই নাই,
ঐ খামার গুলোতে।
বিনোদন নেইতো তাদের
নেইতো খেলার মাঠ,
কয়েদী যেনো তারা
কারাগারেই থাক!
তাইতো শিশুর হয় না বিকাশ,
হয় না আকাশ ছোঁয়া,
হয় না তারা ভালো মানুষ,
স্বার্থপরের মতো শুধু,
জীবন্ত রোবট হয় তারা।
এ কেমন শিক্ষা বলো,
শুধুই রেস খেলা,
ভালো মন্দ না বুঝেই,
শিশুদের ব্রয়লার যেনো বানা।
এভাবে শিক্ষা দিয়ে রে ভাই
শিশুর মনটাকে,
নিঃশব্দে খুন করছি,
খুনির মতো করে।
দেখুন না ভাই একটু ভেবে,
শিক্ষার এ সিস্টেমটাকে,
দিচ্ছে কি সে শিশুদের
শিশুর মতো বাঁচতে?
This is a premium post.