Posts

কবিতা

গীতি কবিতা ০০৮৬: বড় মিষ্টি মিষ্টি লাগে

November 5, 2024

তারিক হোসেন

75
View

    বড় মিষ্টি মিষ্টি লাগে

বড় মিষ্টি মিষ্টি লাগে, তোমার জন্য করতে অপেক্ষা;
বড় কষ্ট কষ্ট লাগে, যদি না পাই তোমার দেখা।

বড় ইচ্ছা জাগে, তোমার সাথে খেলি রঙের খেলা;
রঙে রঙে হারিয়ে যাব, কেউ জানে না কোথা।
বড় আশা জাগে, তোমার কাছে বশে বলি মনের কথা;
দুজনে ভাগাভাগি করে নেই, মনের সুখ দুঃখ ব্যথা।

বড় সখ যে জাগে, তোমার হাতে তুলে দেই প্রদীপ শিখা;
তোমার হাতে জ্বলুক, সে পাবে সুখ প্রদীপের দেখা।
আমি বুঝতে পারিনা, কি আছে আমার ভাগ্যে লেখা।
পাবো কিনা আমি, আপন করে তোমার দেখা।

Comments

    Please login to post comment. Login