পোস্টস

ভ্রমণ

ফরিদপুর ভ্রমণ

৬ নভেম্বর ২০২৪

Jonayed Ahmed

মূল লেখক জোনায়েদ আহম্মেদ

ফরিদপুর লেক ভ্রমণের জন্যে আমি আর আমার কয়েকজন বন্ধু একদিন ভোরে রওনা দিলাম। শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও নিরিবিলি জায়গায় কিছু সময় কাটানোর পরিকল্পনাতেই এই ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হয় মৃদু রোদেলা সকালে। বাতাসে তাজা অনুভূতি, চারপাশে সবুজের সমারোহ।

ফরিদপুর লেকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চোখে পড়ে বিশাল জলাশয়। পানির স্বচ্ছতা ও নীলাভ আভা দেখে মন ভরে ওঠে। লেকের চারপাশে ছায়াঘেরা গাছপালা, আর প্রাকৃতিক সৌন্দর্যে যেন ভরপুর। এমন সুন্দর জায়গা দেখে সবারই মনটা ভালো হয়ে গেলো। আমরা লেকের ধারে বসে অনেকক্ষণ সময় কাটালাম। কোলাহলমুক্ত পরিবেশে প্রাকৃতিক শব্দ শুনতে খুব ভালো লাগছিলো।

কিছুক্ষণ পর লেকের চারপাশে হাঁটতে শুরু করলাম। পাখির কিচিরমিচির, ছোট ছোট মাছেদের পানিতে লাফানো, এসব দেখতে দেখতে সময় চলে যাচ্ছিলো। লেকের পাশে কেবল আমরা ছিলাম না; কয়েকজন স্থানীয় মানুষও আসছিলেন, কেউ কেউ নৌকা নিয়ে লেকে ঘুরছিলেন। তাদের দেখে আমাদেরও ইচ্ছা হলো। একটা ছোট নৌকা ভাড়া করে আমরাও লেকে ভ্রমণ করলাম। লেকের মাঝখানে এসে চারপাশে তাকালে মনে হচ্ছিলো যেনো আমরা প্রকৃতির মাঝখানে ডুবে গেছি।

বিকেল বেলা সূর্য ঢলে পড়তে শুরু করলো। পানির ওপরে রোদের আভা পড়ছিলো, আর সেই দৃশ্য যেনো মনের ভেতর এক রঙিন চিত্র আঁকলো। আমরা কিছু ছবি তুললাম, স্মৃতির পাতায় ধরে রাখার জন্য। সূর্যাস্তের পর আমরা ফিরে চললাম শহরের পথে, তবে মনে মনে প্রতিশ্রুতি দিলাম আবারো ফরিদপুর লেকে ফিরে আসার।

ফরিদপুর লেকের সেই দিনটি মনে থাকবে অনেকদিন।