Posts

কবিতা

গীতি কবিতা ০০৮৭: তোমাকে যেতে দিব না দূরে

November 6, 2024

তারিক হোসেন

40
View

তোমাকে যেতে দিব না দূরে

আমি চাই তোমাকে আপন করে;
সারা জীবন রাখিবো মনের ঘরে।
তুমি যাবে না, তুমি যেতে পারো না; 
আমাকে ছেড়ে দূরে, বহু দূরে।

আমি চিনেছি আমায় তোমার হাতটি ধরে; 
আমি করিব পৃথিবী জয় তোমাকে সাথে করে। 
আমি রাখিবো রাখিবো তোমাকে ধরে;
ভালোবেসে, বিশ্বাসে সন্মানে আপন করে।

তোমার সকল স্বপ্ন আমি আমার করে নেব;
পৃথিবীর সব রঙ্গে আমি তোমায় রাঙ্গাবো।
তোমায় নিয়ে যাব আমি স্বপ্ন সুখের সাগরে
জীবন আমার কাটবে সখি তোমার প্রেম আদরে।

তোমায় নিয়ে গড়বো আমি প্রেমের রঙ্গমোহল;
তুমি শেথায় রানী হয়ে ফোটাতে প্রেমের ফুল।
আমি রাখিবো তোমায় ভালোবেসে হৃদয়ে ভরে; 
শুধু তুমি হাতটি ধরো শক্ত করে, আরও শক্ত করে।

Comments

    Please login to post comment. Login