পোস্টস

গল্প

প্রতি উত্তর (প্রিমিয়াম)

৭ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

যখন একাকীত্বতা অনুভব করি,
অনুভব করি শুণ্য জীবন,
বুক ফেটে ভেদ করে যখন আসে
কান্না মিশ্রিত চাঁপা শ্বাস!
না পাওয়ার বেদনায় যখন
গলাকাটা পাখীর মতো ছটফট করে
বুকের ভেতরে নীল কষ্টগুলো,
আমি ছুটে যাই,
ছুটে যাই তোমার দেওয়া সেই
কাঠগোলাপের কাছে।
আমি কথা বলি,
বলি মনের গোপন কথা
ভালোবাসার কথা!
জানো সেও আমায় তার কথা বলে,
বলে ফুলের কথা!
পাখীর কথা!
প্রজাপতির কথা!
রঙ-বেরঙের অনেক কথা!
মনটা ভালো হয়ে যায়,
মনে হয় এই বুঝি তোমার কাঁধে
মাথা এলিয়ে রাজ্যের সমস্ত ক্লান্তি
বিষন্নতা, দুঃখ কষ্ট
এক নিমিষেই শেষ হয়ে গেলো!

প্রিয়তমা -
অনেক কথাই মনে পড়ছে আজ,
সেই চাঁদনি রাতের কথা,
বর্ষায় ক্যাম্পাসে বৃষ্টিজলে ভেঁজার কথা!
টং দোকানে বসে মিষ্টি চা'য়ের কথা!
শীত সকালে তোমার জন্য
বকুল ফুলের যে মালা গেঁথেছিলাম, তাও মনে পড়ছে একে একে!

আমার কথা বাদ দাও, আবেগের বসে অনেক কথাই তো বলে ফেললাম!

আমি ভালো আছি-
বেশ ভালো আছি!
ভালো আছি তোমায় ছাড়া

এটি একটি প্রিমিয়াম পোস্ট।