Posts

কবিতা

গীতি কবিতা ০০৮৯: জাগিয়ে দিয়ে যাও

November 7, 2024

তারিক হোসেন

39
View

      জাগিয়ে দিয়ে যাও

জাগিয়ে দিয়ে যাও গো তুমি, আমার কবি প্রাণ;
তোমায় নিয়ে লিখবো আমি, আমার সকল গান।২
আমার সকাল দুপুর বুকের ভেতর, বইছে শিহরণ;
সেথায় দিয়েছে প্রেমের হাওয়া, তোমার আগমন।২ঐ

তোমায় নিয়ে ভাবতে আমার, দারুন ভালো লাগে; 
চলার পথে ধরলে হাত, সুখের বীনা বাজে।২
তোমার সাথে বললে কথা, ভরে আমার প্রাণ;
তাইতো আমি লিখি সখি, কবিতা ও গান।২ঐ

আমি তোমার প্রেমে পাগল, রুপে বিমোহিত;
তোমায় নিয়ে ভাবছি আমি, আমার কত শত।২
স্বপ্নে আমি তোমায় নিয়ে কাটাই আমার জীবন; 
তাইতো তুমি হয়েছ আজ, সবার চেয়ে আপন।২ঐ

তোমায় নিয়ে আমি যখন ভাবনা করে থাকি; 
ভাবনায় তুমি আমায় নিয়ে করো মাখামাখি।২
তোমার স্বপ্নে আমি তখন মাখাই সকল রং;
তাইতো তোমায় আপন করেছি, আপন করেছি জান।২ঐ

Comments

    Please login to post comment. Login