সখি আমার সোনা মুখী
সখি আমার সোনা মুখী, সোনা মাখা হাসি;
রূপে গুণে তারে আমি, মনে ধরে রাখি।
ও সখিরে, তোমায় আমি মনে ধরে রাখি।
তোমার হাসি পড়লে চোখে, নয়ন কেমনে রাখি;
মনের মাঝে লেগে থাকে, তোমার মুখের হাসি।
বারে বারে ইচ্ছে করে, শুধু তাকিয়ে থাকি;
মন যে আমার মানে না সখি, কেমনে ধরে রাখি।
ও সখিরে, তোমায় আমি মনে ধরে রাখি।
সখি আমার মিষ্টি ভাষী, মিষ্টি তার কথা;
কোকিল কন্ঠে আমার সনে, বলে মনের কথা।
মন যে আমার শুনিতে চায়, তার মুখের বাণী;
কেমন করে বারে বারে, মনরে ধরে রাখি।
ও সখিরে, তোমায় আমি মনে ধরে রাখি।
সখি আমার ময়ূরাক্ষী, মিষ্টি তার ব্যবহার;
মিষ্টি করে আমার সনে, করে সকল আবদার।
মন যে আমার ফেলিতে পারে না, তার কোন দাবি;
কেমন করে আমি তারে, মনের বাহিরে রাখি।
ও সখিরে, তোমায় আমি মনে ধরে রাখি।