পোস্টস

কবিতা

দ্রোহের নামতা

১২ মে ২০২৪

শায়খ মোহাম্মদ আবু তাহের

মূল লেখক শায়খ মোহাম্মদ আবু তাহের

আমি ইতিহাস হতে চাইনা,
ইতিহাস মুছে দিতে চাই।

আজন্ম অন্ধ গোলামির ইতিহাস 
বেজন্মা পরগাছার নির্লজ্জ ইতিহাস 
পরাজিত পরজীবীর পুনরুত্থানের ইতিহাস
অমূল্য অর্জনকে নর্দমায় ছুঁড়ে ফেলার ইতিহাস
আর সমস্ত ইতিহাস বিকৃতির ইতিহাস 
আমি মুছে দিতে চাই।

আমি মুছে দিতে চাই 
বহুমুখী সাপের লোভনীয় আশ্বাস 
প্রতারনা, ভাঁড়ামি আর ভণ্ডামির ঘৃণ্য ইতিহাস 
পূঁজির আগুনে পুড়ে যাওয়া জীবনের অনিবার্য উপসংহার
অতঃপর শোক, সাহায্য, ক্ষতিপূরণ, পুনর্বাসন 
আর প্রহসনের নিকৃষ্টতম পুনরাবৃত্ত ইতিহাস 
আমি মুছে দিতে চাই।

আমি ইতিহাস হতে চাই না।
ভিনদেশী বুলেট, জঘন্য জলপাই রঙ,
স্বাধীনতার চোখ বাঁধা লাশ 
বিভাজন আর সমস্ত ইতিহাস বিকৃতির ইতিহাস 
আমি মুছে দিতে চাই।