Posts

কবিতা

গীতি কবিতা ০০৯১: মনের মত সখি

November 8, 2024

তারিক হোসেন

        মনের মত সখি

যেদিন এসে বললে তুমি, আমি তোমার সখি;
আমি প্রাণ ভরে তোমায় শুধু, তাকিয়ে তাকিয়ে দেখি।২
নয়নের আলোয় তোমায় দেখে, প্রাণ ভরে রাখি;
তুমি তো এখন হয়েছ আমায়, মনের মত সখি।২ঐ

তুমি যেদিন এসে হাতটি আমার, কাছে টেনে নিলে;
তোমার মনের সুখের ভার, আমার হাতে দিলে।২
আমি আপন মনে তোমায় সেদিন, নিজের করে দেখি;
আমার সকল সুখের ভাবনায়, তোমায় আমি রাখি।২ঐ

যেদিন এসে নিজকে তুমি, করলে সমর্পণ;
আমি সেদিন হলাম তোমার, অন্তরের আপন।২
সেদিন থেকে তোমায় আমি, বিশ্বাসে সন্মানে চলি;
আপন মনে তোমার সনে, মনের কথা বলি।২ঐ

Comments

    Please login to post comment. Login