Posts

কবিতা

গীতি কবিতা ০০৯২: হাজার জনম দেখিনা

November 8, 2024

তারিক হোসেন

77
View

       হাজার জনম দেখিনা

তোমায় একদিন না দেখলে মনে হয়, হাজার জনম দেখিনা;
তোমায় একদিন কাছে না পেলে মনে হয়, হাজার জনম পাইনা।২
তুমি দূরে থাকো, শুধু মনে রেখো; ২
তোমায় ছাড়া কিছুই ভালো লাগেনা।ঐ

আমি তোমার মুখে ফোটাতে হাসি, ভীষণ ভালোবাসি;
তাইতো আমি বারে বারে, তোমার কাছে আসি।২
তোমার মিষ্টি খুনসুটি ছাড়া;২
আমি সুখের দেখা পাই না।ঐ

তোমার সাথে বলতে কথা, ভীষণ ভালো লাগে;
তাইতো আমি বারে বারে বলি কথা, শুধু তোমার লগে।২
তোমার মুখের শাসন ছাড়া; ২
আমি শান্তি খুঁজে পাই না।ঐ

তোমার সাথে চলতে পথ, ক্লান্তি আমার লাগেনা;
কখন যে সময় পার হয়ে যায়, কিছুই বুঝি না।২
তোমায় কাছে পাওয়া ছাড়া; ২
সময় যে আমার কাটে না।ঐ

Comments

    Please login to post comment. Login