পোস্টস

কবিতা

প্রিয়ন্তী (প্রিমিয়াম)

৮ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ফিরে যাও প্রিয়ন্তী
""""""""""""""""""""""""""""""
লিংকন

প্রিয়ন্তী, তোমায় বলছি শোন,
যে ভালোবাসা ধরা যায় না,
ছোঁয়া যায় না,
বুকের মাঝে আলিঙ্গন করা যায় না,
শুধু আবেগ আর অনুভুতি দিয়ে,
অনুভব করা যায়।

যে ভালোবাসা শুধু স্বপ্ন দেখায়,
কিন্তু বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় না।

যে ভালোবাসা ঘন কুয়াশার
চাদর ভেদ করে শিশিরে ভেঁজা
শিউলী ফুলের মালা গাঁথা দেখায়,
কিন্তু কখনও গলায় অর্পণ করেনা।

যে ভালোবাসা মেঘের ভেলায়,
ডানা মেলে উড়ায়,
কিন্তু খোলা আকাশ দেখলে ভয় পায়।

যে ভালোবাসা নদীর ধারে বসে,
মাঝির ভাটিয়ালী গান শুনার কথা বলে,
পাখিদের কলরব আর কাশফুলের নৃত্য
দেখাবে বলে অলিক গল্প শোনায়,
সে ভালোবেসে লাভ কি বলো?

মিছে সুখের আশায় অপেক্ষার প্রহর,
গুনতে গুনতে নিজেকে আজ,
নিঃশেষ করা কেনো?

প্রিয়ন্তী ভুল করো না,
অসীমের পানে হাতছানি দিয়ে,
তুমি শুধু শুন্যতাই পাবে।

জীবন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে,
দেখবে কষ্টের নোনাজলে ভাটার স্থবিরতা।

তুমি ফিরে যাও প্রিয়ন্তী যেখানে,
ভালোবাসার ডালা সাজানো আছে,
তোমারই অপেক্ষাতে।
০৮/১১/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।