Posts

গল্প

নন্দ ঘোষ

May 13, 2024

সঞ্জয় কুমার



দারোগা সাহেব আমাকে এরেস্ট করুন । 

কেন ?

আমার বাড়ি কাল রাতে চুরি হয়েছে । সব দোষ আমারই । চোর সম্পূর্ণ নির্দোষ , তার চরিত্র ফুলের মত পবিত্র । 

আপনার দোষ মানে ? ফাইজলামি করেন ?

হ্যাঁ আমার বাড়িতে একটা দামী ফ্রিজ, টিভি আরও আকর্ষণীয় মালামাল ছিল । 
এগুলো চোর কে চুরি করতে উস্কানি দিয়েছে ।
এসব না থাকলে কি আর সে আমার বাড়িতে চুরি করতে আসতো ?
তাছাড়া নগদ বিশ হাজার টাকাও ছিল সেটাও আমার দোষ ।
অলস টাকা সরকারি ব্যাংকে না রেখে নিজের কাছে রাখছিলাম 
এটা ব্যাংকে থাকলে সরকারের দেশের লাভ হতো । সুতরাং এটাও বেশ গুরুতর অপরাধ ।
ব্যাংকের টাকা দেশের বিভিন্ন ব্যাবসায়ীরা ঋণ নিয়ে ব্যাবসা করতো দেশের উন্নতি হতো ।
আমার জন্য দেশের উন্নতি বাধাপ্রাপ্ত হয়েছে । 

আর কি কি চুরি গেছে ?

আমার একটা দামী মোবাইল ফোন ।
ঐ যে আই ফোন না, আপেল ফোন, কি যেনো বলে!!! 
এটাও আমার দোষে চুরি গেছে ।
দামী ফোন কি সবার হাতে থাকা উচিত ? ফোন ব্যাবহার করতে হয় শুধুমাত্র যোগাযোগের জন্য ।
এটা 1000 টাকার মোবাইল দিয়েই সম্ভব । আমি অযথা অতিরিক্ত টাকা নষ্ট মানে অপচয় করে দামী ফোন কিনেছিলাম ।
অপচয় করার ফল হাতে নাতে পেয়েছি এখানেও  চোরের কোন দোষ নেই ।

আপনাকে চেনা চেনা লাগছে ?

চিনবেনই তো আমি নন্দ ঘোষ, পৃথিবীর সব কাজের সব দোষ আমারই ।

সেন্ট্রি এই পাগল টাকে রাস্তায় ছেড়ে এসো । 
মাথাটা ঝিম ঝিম করছে  
আজ একটু বেশী খেয়েছি নাকি কে জানে !!

Comments

    Please login to post comment. Login